নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'কথা' এখন আর টিআরপি-তে তেমন জায়গা করতে পারে না। তবে দর্শকের মনে এই মেগার জায়গা কিন্তু এখনও চিরস্থায়ী। নিত্য নতুন মোড়ে এই ধারাবাহিক এগিয়ে চলছে। আরও জমে উঠেছে কথা-এভির রোম্যান্স। 

 


কিছুদিন আগে পর্যন্ত ছদ্মবেশে কথা গুহবাড়িতে ছিল। তবে এবার এভির ভালবাসায় ধরা দিয়েছে সে। আর নিজের পরিচয় লুকিয়ে রাখতে পারেনি কথা। রেচার ষড়যন্ত্র ফাঁস করতে আরও একবার ছদ্মবেশে সামনে এল কথা। এবার জগন্নাথের রূপ ধারণ করতে দেখা গেল নায়িকাকে। 

 

সমাজমাধ্যমে ছড়িয়েছে 'কথা'র শুটিং-এর ভিডিও। দেখা যাচ্ছে, জগন্নাথ বেশে রয়েছে 'কথা' অর্থাৎ সুস্মিতা দে। বলরাম হয়েছেন রব দে। আর শুভদ্রা রূপে রাইমা সেনগুপ্ত। গুহ পরিবারের সবাইকে তাদের নিয়ে মজা করতে দেখা যায় ওই ভিডিওতে। সুস্মিতার এই লুক দেখে মিশ্র প্রতিক্রিয়া ভেসে এসেছে নেটপাড়ায়। 

 


অনেকেই বলছেন, 'শেষমেশ জগন্নাথ দেবকেও কপি করতে ছাড়ল না কথা?', আবার কারওর মতে, 'টিআরপি তোলার জন্য কত কিছুই না করতে হচ্ছে নায়িকাকে!' তবে কটাক্ষের মাঝেও কথাকে প্রশংসা জানিয়েছেন অনুরাগীরা। রথের আগে, কথাকে জগন্নাথ রূপে দেখে দারুণ উৎসাহিত দর্শক।